আমার প্রথম প্রকাশিত কবিতা।ঢাকা সিটি কলেজের বিদায়দিনে আমরা যে টি-শার্ট করেছিলাম সেটাতে এই কবিতাটি লেখা ছিল ।মজার ব্যাপার হল,আমি সব ফ্রেন্ডদের বলেছিলাম যে এইটা “হুমায়ন আহমেদ” এর লেখা ।সবাই খুব আগ্রহ নিয়েই কবিতাটি টি-শার্টে রাখার জন্য মত দিয়েছিল।সবাই জানে এই কবিতাটি “হুমায়ুন আহমেদ”-এর কবিতা। প্রিয় হুমায়ুন আহমেদ আপনার এই মিথ্যা কবিতার জন্য আমাকে ক্ষমা করবেন ।
এইতো সেদিন ঝলমলে ভোরের সূর্য
আকাশে স্বপ্নের রঙিন ঘুড়ি ওড়িয়ে
ডানা মেলে ধরেছিল ঐ আকাশপানে।
দিবসের শেষ সূর্য
পশ্চিম সাগর তীরে
আজ অস্তগামী ।
পূর্বের আকাশ মেঘলা
বিষণ্ণ মনে হৃদয় বর্ষণ
ঝরিতেছে আজ বিদায় বেলা।
নাহি যেতে দিব হায়
বারে বারে শঙ্খনীল পাখি
বিষণ্ণ আকাশে ডানা ঝাপটায় ।।